জমকালো আয়োজনে শেষ হল জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও চট্টগ্রাম রাইফেল ক্লাবের সহযোগিতায় আজ ১০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় আয়োজিত “জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪” এর ফাইনাল খেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চারটি ইভেন্টে মোট ২১২ টি দল এতে অংশগ্রহণ করেছিল। অনুর্ধ্ব ১৮ (বালক) এ তৃতীয় স্থান অধিকার করেছে মো: রাহাত নুর ও মো: নয়ন, দ্বিতীয় হয়েছে আফিফ ও আইমান, প্রথম স্থান অধিকার করেছে গালিব ও জাবেদ। ১৮ থেকে ৪৫ পুরুষ ক্যাটাগরিতে তৃতীয় স্থান সৈয়দ মো: সাজ্জাদ ও রিয়াজ মোহাম্মদ, দ্বিতীয় স্থান আসাদুজ্জামান আসাদ ও মো: ইমরান আরাফাত, প্রথম স্থান অধিকার করেছে সোলাইমান আকিব ও মাহামুদুল হাছান শামীম। ৪৫ উর্ধ্ব (প্রবীণ) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে মাহামুদুল আলম ও টিটু বড়ুয়া, দ্বিতীয় স্থান আবু সোহেল মাহমুদ ও নুরুল আলম, প্রথম স্থান অধিকার করেছে মো: নুরুল হক ও শাহ নাশাদ। বালিকা/নারী ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে রিহমা ফেরদৌস ও জারিফা নাওয়ার, দ্বিতীয় স্থান জুবাইদা আলি ও ফারিহা ফাইরুজ, প্রথম স্থান অধিকার করেছে তৃষি চৌধুরী ও আইনান।

সকল ইভেন্টের তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ হাজার টাকা এবং প্রথম স্থান অধিকারী ৫০ হাজার টাকা করে পুরস্কার পেয়েছে।

পুরো ইভেন্টে সার্বিক সহযোগিতা করেছে শামীম প্রোপার্টিস লি:, নুর মোটরস ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ব্যাডমিন্টন খেলার প্রসারের জন্য সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ আয়োজনকে প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন করার অঙ্গীকার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *