সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারী) সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম দুলু’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার রাতে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদের এক সভা সংগঠনের সভাপতি মীর্জা মো. আকবর আলী চৌধুরী খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় নগরীর নয়াবাজারস্থ তায়েফ হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ গিয়াস উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়। এছাড়া নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয় বারৈয়ারঢালা শ্রী শ্রী নারায়ন আশ্রমের কার্যকরী সভাপতি ননী গোপাল দেবনাথ এবং চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শাহিন আল রাজি।

প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোঃ গিয়াস উদ্দিন বলেন, এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৬৮ জন। আশা করি বরাবরের মতোই নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিবে। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই নির্বাচনে সীতাকুণ্ড সমিতির যে কেউ অংশগ্রহনের সুযোগ পাবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *