বাঁশখালীতে আহমদিয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে ৪৪তম ২দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

নবী প্রেমই আল্লাহকে প্রাপ্তির পূর্ব শর্ত এ স্লোগানকে সামনে রেখে বাঁশখালী আহমদিয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে চুনতী বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহঃ সৃতি সংসদের ব্যাবস্হপনায় ৪৪তম ২দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশাল সুন্নী সম্মেলন ১২ ও ১৩ জানুয়ারি শুক্র-শনিবার চুনতী বাজার পশ্চিম কূল ময়দানে পীরে তরিকত আল্লামা শাহ আলম নইমী আশরাফী রজভী (মু.জি.আ.) এর ছদারতে মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে পবিত্র খতমে কুরআন, খতমে গাউছিয়া,দাওয়াতে খায়ের ও ফ্রী খতনা শেষে বক্তারা বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাসেম নূরী, মুফতি গোলাম কিবরিয়া আল কাদেরী, মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা শহিদুল্লাহ বাহাদুর, মুফতি নেচার উদ্দিন মুনীরি আল কাদেরী, মাওলানা আবদুর রহমান রেজভী, মাওলানা আমির হোসেন আলকাদেরী প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *