বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি বেলাল-সম্পাদক জিসান

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সামাজিক সংগঠন বোয়ালাখালী ফ্রেন্ডস এসোসিয়েশনের (বিএফএ) দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল রবিবার সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার মুনির জিসান নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ জন সদস্যের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

এতে সহ-সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার আলম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ গিয়াস, প্রচার সম্পাদক মো. লোকমান, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রাশেদুল কবির, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রাশেদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম টিপু নির্বাচিত হন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসান অনূভূতি প্রকাশকালে জানান, সংগঠনকে ভালোবেসে সংখ্যাগরিষ্ট সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে সকলে মিলে একটা সুন্দর সংগঠন উপহার দেবো,যা বোয়ালখালী তথা মানুষের কল্যাণে এগিয়ে এগিয়ে যাবে।

উল্লেখ্য, নির্বাচনের সব কার্যক্রম সামাজিক সংগঠনের বিধিমালা অনুযায়ী সম্পন্ন করে ২০১৯-২০ মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *