শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো রাউজান উত্তর সর্তা জাগরণী ক্লাব

রাউজানের ঐতিজ্যবাহী সংগঠন উত্তর সর্তা জাগরণী ক্লাবের পক্ষ থেকে  কম্বল বিতরণ করা হয়েছে। দুই শতাধিক  বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, ইউ সি বি ব্যাংক আজাদী বাজার শাখার পরিচালক ও সংগঠনের সভাপতি এস এস ইয়াকুব, সিটি পরিষদের সভাপতি মুহাম্মদ মুছা, উপদেষ্টা মুহাম্মদ হারুন পাশা, মুহাম্মদ কামাল উদ্দন তৈয়ব, মুহাম্মদ শফি, নুরুল আবচার, জামাল উদ্দিন, ওকিল রিয়াজ মনজুরুল হক, মাওলানা আলমগীর, জাফর আলম, আবদুল কুদ্দুস, সালাহউদ্দিন, রফিকউদ্দিন, জিল্লুর রহমান মাসুদ, মোহাম্মদ সাকিব, মুহাম্মদ নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি এস এম ইয়াকুব বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা।১৯৭০ সাল থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে।রাউজানের টানা পাঁচ বারের সংসদ সদস্য মহোদয় জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ইউ সি বি ব্যাংক ও উত্তর সর্তা প্রবাসী পরিষদের সহযোগিতায় অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কাল করোনা, সামর্থহীণ মেয়ের বিয়ে, চিকিৎসার জন্য অর্থ প্রদান, আসহায়দের ঘর নির্মানে আর্থীক সহায়তা সহ রমজানে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *