পাহাড় কেটে তিনটি ভবন নির্মাণ করছিলেন স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অভিযানে বন্ধ হল পাহাড় কেটে এসব বাড়ি বানানো।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নগরের আসকার দীঘির পাড়ে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
অভিযান সম্পর্কে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা বলেন, ‘৯২টি পরিবার একজোট হয়ে স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে আসকার দীঘির পাড়ে পাহাড় কেটে ৩টি ভবন নির্মাণ করছিলেন। এমন খবর জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের কথা জানতে পেরে প্রকল্পের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার পালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘অভিযান চলাকালে দায়িত্বশীল আর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আমরা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছি। ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় আমরা মামলা বা জরিমানা করতে পারিনি। তবে, পরিবেশ অধিদপ্তরকে জানাচ্ছি। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে।’
Leave a Reply