জনদূর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই চট্টগ্রামে শিক্ষামন্ত্রী

সরকারের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মন্ত্রনালয়ে দাপ্তরিক কাজ সম্পন্ন করে বিকাল ৫ ঘটিকায় সাপ্তাহিক ছুটির শুরুতে সড়ক পথে নিজ শহর চট্টগ্রামের বাড়িতে চলে আসলেন। জনদূর্ভোগ এড়াতে বিমানবন্দর বা রেল স্টেশনে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা ছাড়াই রাত ৯ টার দিকে বাসায় প্রবেশ করেন।

নেতাকর্মীরা তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকলেও অনেকটা নীরবেই চট্টগ্রামে এসে পোঁছান শিক্ষামন্ত্রী।

এই বিষয়ে জানতে চাওয়া হলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই মূহুর্তে আমি কোন ধরনের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাথে পর্যায় ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনবো এবং সমস্যা সমূহ সমাধানের চেষ্টা করবো। উক্ত বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

শিক্ষামন্ত্রী আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং নামাজ পরবর্তী সর্বস্তরের জনগণ সাধারণের সাথে কুশল বিনিময় করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *