চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নারীসহ দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল- আনোয়ারা থানার বটতলী নূরপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে মমতাজ বেগম (৫০) ও কক্সবাজারের ঈদগাঁও থানার হোসেনের বাড়ির মো. হোসেনের ছেলে জাকির হোসেন (৩৮)।
শনিবার (২০ জানুয়ারি) হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের দোকান ও তৃতীয় তলার কিডনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক। তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের দোকানের সামনে থেকে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply