চট্টগ্রাম নগরীর বায়েজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোঁড়া অস্ত্রধারী মোহাম্মদ জাহিদ (২২) নামের সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত গোলাপ (৩২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গতকাল রাতে মোহাম্মদ নগর এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত গোলাপ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে এ ঘটনায় গোলাপ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত হিলভিউর ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে এজাহারনামীয় ৮ জন, তদন্তে প্রাপ্ত আসামি ১১ জন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দেয় স্থানীয় সন্ত্রাসীরা। ওই সময় তাদের বাধা দিলে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তিকে কিরিচ দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। এসময় তারা বিভিন্ন দোকানপাটেও ভাঙচুর করে।
পরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে।পরে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জানুয়ারি ১৭ জনকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ১০টি ধারালো অস্ত্র (কিরিচ) উদ্ধার করে।
Leave a Reply