খাগড়াছড়ি জেলার পাহাড় বেষ্টিত এক মনোরম পরিবেশে গড়ে ওঠা দৃষ্টিনন্দন জনপথের নাম সাজেক ভ্যালি।বাংলাদেশের ইতিহাসে এটি সাড়ে তিন হাজার ফুট উঁচু দৃষ্টিনন্দন পাহাড় হিসেবে পরিচিত।
এখানকার পাহাড়ি মানুষের জীবন মান তেমন উন্নত নয়, বেঁচে থাকার তাগিদে পাহাড়েই নানান জাতের ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন তারা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা হতে আঁকাবাঁকা নানান বাঁকে বেষ্টিত পথ দিয়েই এই উঁচু পাহাড়টি সাজেক ভ্যালি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।বাংলাদেশের নানান অঞ্চল থেকে বিনোদন প্রেমী পর্যটকরা প্রতিদিন ভীড় করেন এখানে।সবুজে সবুজে সমারোহ এই জনপদ ভ্রমণে গত ১৯ জানুয়ারি বাংলাদেশের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক পিএলসি সরকারহাট এবং হাটহাজারী উপ শাখার কর্মকর্তাবৃন্দ দুই দিনের সফর করেন।
সাজেকের বিভিন্ন দৃষ্টি নন্দন স্থান পরিদর্শন এবং খাগড়াছড়ি জেলার আলুটিলা গুহা ঝুলন্ত ব্রিজসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন ব্যাংক পিএলসি সরকারহাট শাখার শাখা প্রধান এভিপি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামাবাদী এর সভাপতিত্বে ও অফিসার আলমগীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসির ডি.টি রোড ঈদগাহ শাখার শাখা প্রধান এসএভিপি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক পিএলসি সরকারহাট শাখার ম্যানেজার অপারেশন বেলাল চৌধুরী, হাটহাজারী উপ শাখার ইনচার্জ জিয়াউদ্দিন, সিনিয়র অফিসার কাজী মাহমুদুর রহমান, অফিসার সোহানুর রহমান খান, রাশেদ উদ্দিন, জাহেদুল ইসলাম, জাকারিয়া মাসুদ রুপম,মামুনুর রশিদ, প্রীতম গুহ, আব্দুর রহিম, আমিনুল ইসলাম আরমান, মিজান চৌধুরী, মোঃ আব্দুল্লাহ তুহা প্রমুখ।পরে ব্যাংকের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।