আনোয়ারায় বৃদ্ধকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল বন্যহাতি

বন্যহাতির আক্রমনে মৃত্যু

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় বন্যহাতির আক্রমনের শিকার হলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত বৃদ্ধের নাম মো. সোলাইমান সর্দার (৭৫)। তিনি উপজেলার বটতলী গ্রামের নুরপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ জানান, সোলায়মান সর্দার মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন।

রুস্তমহাট এলাকার একটি দোকানের সামনে গিয়ে বন্যহাতির আক্রমনের শিকার হন সোলায়মান। ভয়ে পালানোর চেষ্টা করলেও হাতির শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে গত বছরের শেষের দিকে ১৪ই ডিসেম্বর আনোয়ারার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে বন বিভাগের মাধ্যমে আর্থিক অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

জানা যায় গত ৩ বৎসরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমনে ৮ জনের মৃত্যু ও শতাধিক লোক আহত এবং কৃষিক্ষেত ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *