বিপিএলের নবম আসরের রানার্স-আপ দল সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে তারা একের পর এক ম্যাচ হেরেই চলেছে। ঘরের মাঠে গিয়েও বদলাচ্ছে না তাদের ভাগ্য। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটে পরাজয়ের স্বাদ নিয়েছে তারা।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে নেমে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোত্র্তজা। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় স্কোরবোর্ডে জমা করে কেবল ১৩৭ রান। হ্যারি টেক্টরের ৪৫ রানের ইনিংসের পর সিলেটকে টেনে নিয়ে গেছেন রায়ান বার্ল ও আরিফুল হক।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ৩ ওভারে আভিষ্কা ফার্নান্দো ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটির রান যখন ২৩, তখন বল হাতে নিয়ে আসা হয় তানজিম সাকিবকে। ঘরের ছেলের হাত ধরেই সিলেট স্ট্রাইকার্স পায় প্রথম ব্রেকথ্রু। শর্ট বলে পরাস্ত হয়ে ক্যাচ আউট হন ১৭ রানে থাকা আভিষ্কা। এরপর টম ব্রুসকে নিয়ে দাপট দেখিয়ে দলকে জয়ের পথ সহজ করে দিয়ে যান তামিম।
দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে যোগ করে দিয়ে যান ৮৯ রান, তাও আবার ৬৫ বলে। ৩৯ বলে পঞ্চাশ ছুঁয়ে তানজিদ হাসান তামিম উইকেট হারান পরের বলেই।
এবারই প্রথম বিপিএল খেলতে আসা কিউই ব্যাটার টম ব্রুস ব্যাট হাতে ছিলেন অনবদ্য। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই পেয়েছেন ফিফটির দেখা। ৪১ বলে পঞ্চাশ পূর্ণ করা ব্রুস ১৪ বল আগেই দলকে জিতিয়েছেন ৮ উইকেটে।
Leave a Reply