বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে বেপরোয়া গতিতে আসা ট্রাকের চাপায় আনোয়ার পারভেজ নামের এক নিরাপত্তাকর্মীর মারা গেছন। এতে গুরুতর আহত হয় আরও দুই যুবক।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর ৬টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার পারভেজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

তিনি কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি ডিউটিতে যাচ্ছিলেন বলে জানায় তার পরিবার।

অন্যদিকে আহতরা হলেন- মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, টানেল সড়কে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন।

মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *