২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : “মাদক রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো ” এ শ্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সীতাকুণ্ডে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কার্যলয় থেকে র্যালীটি শুরু হয়ে মহাসড়কে পদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, ভূমি অফিসের নাজির নাছির উদ্দিন, সিএ মোঃ আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ ইসমাইলসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply