সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীঘিতে ডুবে মোঃ বিজয়(২৪) নামে পিকআপ ভ্যানের চালকের হেলপারের মৃতু হয়েছে। মোঃ বিজয় হাটহাজারী উপজেলার নং ইউনিয়নের কাজি বাড়ির মোহাম্মদ মোঃ কামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার বিকাল তিনটার সময় সীতাকুণ্ড পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেের পাশে মহাসড়ক সংলগ্ন দেওয়ান দীঘিতে এঘটনা ঘটে।
জানা যায়, সড়কের পাশে পিকআপ ভ্যানের গাড়ি পরিস্কার করার জন্যে বালতি নিয়ে পানি আনতে নামে মোঃ বিজয়। এসময় ওই যুবক ছিটকে পড়ে যায় দিঘিতে। সাঁতার না জানার কারণে দিঘী থেকে উঠতে পারেনি সে। পরে খবর সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল আসলেও ডুবুরি দল না থাকায় উদ্ধার করতে নামেনি। প্রায় এক ঘন্টা পর স্থানীয় কয়েকজনের সহয়তা ওই হেলপারকে উদ্ধার করার জন্য দিঘিতে নামে। দীঘিতে নামার পাঁচ মিনিটের মধ্যে বিজয়কে মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, বিজয় নামে পিকআপ ভ্যানের হেলপার পানির জন্যে দীঘিতে নামলে সাতার না জানার কারণে তলিয়ে যায। স্থানীয় মানুষের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply