সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে আসন্ন উপ-নির্বাচনে নৌকায় ভোট দিন: মোছলেম

সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে আগামী ১৩ই জানুয়ারি উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে ৫নং মোহরা ওয়ার্ডের সনাতন ধর্মীয় ভোটারদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

তিনি গতকাল সোমবার রাতে মোহরা ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় মোছলেম উদ্দিন আরো বলেন, একসময় নির্বাচন আসলে সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন থাকতো। নির্বাচনের ভোট কেন্দ্রে যাওয়া তো দূরের কথা, তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ লুটতরাজ এমনকি প্রাণেও মেরে ফেলা হতো। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির সুবাতাস বইছে। সনাতন ধর্মাবলম্বীরা আজ মন খুলে তাদের ধর্মীয় আচার অনুষ্টান পালন করতে পারছে। শারদীয়া দূর্গাপুজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের জাকজমকই প্রমাণ করে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক। আর সেই সংগঠনের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে আসন্ন উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনাদের সহযোগিতা দোয়া এবং ভোট চাইতে। আশা করি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনৈতিক হিসেবে আপনারা আমাকে নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে অত্র সংসদীয় এলাকাকে একটি অসাম্প্রদায়িক এলাকায় রূপান্তর করার সুযোগ দিবেন।

তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আগামী ১৩ জানুয়ারি সকল সনাতনী সম্প্রদায়ের ভোটারগণকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দানের বিনীত আহ্বান জানান।

বিশিষ্ট সমাজসেবক সুকুমার চৌধুরীর সভাপতিত্বে মোহরাস্থ তার বাড়িতে সঞ্জীব ভট্টাচার্য্য বাবু’র সঞ্চালনায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ মহারাজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুনীল সরকার, খোরশেদ আলম সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক দিলীপ চৌধুরী, দিপক দেওয়ানজী, সাধন দাশ, আলী রিয়াজ রক্সী, মোঃ এসকান্দর, মোঃ ফয়সাল, এডভোকেট শিবু মজুমদার, রানা মজুমদার, সানু বিশ্বাস চন্দন, সমীরন মল্লিক, অমিত চৌধুরী, নিউটন কুমার মজুমদার, একান্ত সেন অর্ঘ্য, সমীরন দাশ, শুভ দেবনাথ, পলাশ দাশ প্রমূখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন মঙ্গল প্রভু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *