সীতাকুণ্ডে ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১. আহত ১০

সীতাকুণ্ডে ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার কমলদহ এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা মালবাহী একটি ট্রাক ভোর ৪টার দিকে মহাসড়কের কমলদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এরপর ট্রাকটি একইমুখী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ও মাইক্রোবাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকচালকের সহকারী নিহত হন। এবং মাইক্রোবাসের চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক আবদুল হাকিম আজাদ। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রাক ভোর ৪টার দিকে মহাসড়কের কমলদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি একইমুখী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। তাতে ট্রাকের সামনের অংশ ও মাইক্রোবাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকচালকের সহকারী নিহত হন। আহত হন ট্রাক ও মাইক্রোবাসচালকসহ মাইক্রোবাসের অন্তত ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *