অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ খরা দেখা দেয়ায় পানির জন্য ১০ হাজারেরও বেশি বন্য উটকে গুলি করে হত্যা করা হচ্ছে।
আগামীকাল বুধবার হেলিকপ্টার থেকে এসব উট হত্যার করা শুরু হবে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, অষ্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডসে (এওয়াইপি) স্থানীয় এক আদিবাসী নেতার নির্দেশে বনের ১০ হাজারের বেশি উটকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
হেলিকপ্টার থেকে প্রশিক্ষিত একদল শুটার গুলি করে বন্য উটগুলোকে হত্যা করবে। এই প্রক্রিয়া আগামীকাল শুরু হলেও উটের সংখ্যা বেশি হওয়ায় কয়েকদিন সময় লেগে যাবে।
বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল খরার কারণে পানির সংকট দেখা দিয়েছে। বন্য উটগুলো বেশি করে পানি খাওয়া ছাড়াও পানির খোঁজে বিচরণ করতে গিয়ে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এছাড়া উটের মলমূত্রে মিথেন গ্যাস সৃষ্টি হচ্ছে।
দেশটির জাতীয় বন্য উট ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের দাবি, বন্য উটের সংখ্যা এখনই নিয়ন্ত্রণ করা না হলে প্রতি নয় বছরে তা দ্বিগুণ হয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্যও উটকে দায়ী করছে দেশটির সরকার।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা টিম মুরে বলেন, ‘এক মিলিয়ন উট বছরে এক টনের সমপরিমাণ কার্বনডাই অক্সাইড নিঃসরণ করে। যা ৪ লাখ গাড়ি থেকে নিঃসরিত কার্বনের সমান।
Leave a Reply