রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় লরির ধাক্কায় সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত আরও দুইজনকে রাঙামাটি মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আনসার বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেন। নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— আমির হোসেন(৪৫), মো. হানিফ (৪৪)। তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম পাওয়া যায়নি। আহতরা হলেন— সৈকত চাকমা ও নূর আজিম।
পুলিশ জানায়, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী একটি সিএনজি অটোরিকশা কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় পৌঁছুলে পিছন থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে সিএনজি ও লরিটি রাস্তার পাশে ৩০-৪০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যায়। তবে লরির চালক কিংবা হেলপার কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে। লরির চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply