চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শীতের তীব্রতায় গোটা দেশের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। এর মধ্যে শীতের তীব্রতা তাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা’র মত। এ অবস্থায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকালে নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে গরীব অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে তিনি আরও বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশের অসহায় গরীর মানুষের কথা ভুলে গেছে। তারা আছে নিজেদের নিয়ে আর দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের টাকা লুটপাটে। বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ভুলে যায়নি। আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে তারপরও যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। আল্লাহ মুজলুম ও অসহায় মানুষের দোয়া কবুল করেন। আপনারা বেগম জিয়ার রোগ মুক্তিসহ দ্রুত কারামুক্তির জন্য দোয়া করবেন।
১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। এতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর বিএনপির সহ প্রশিক্ষণ সম্পাদক শফিক আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের মেম্বর, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ নাছির উদ্দিন, মোঃ ইলিয়াছ, মোঃ ফজল আলি, মোঃ রফিক, মোঃ সিজান, মোঃ জাবেদ, মোঃ আবুল হোসেন, মোঃ রবিউল, মোঃ জামাল, মোঃ ইব্রাহীম প্রমূখ।
Leave a Reply