চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল’র সভাপতি এইচ এম রাশেদ খান বলেছেন, আগামী ১৩ জানুয়ারী জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনে তাদের ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা করবে। তাই ভোটের দিন দলমত নির্বিশেষে আমাদের সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে অতীতের ন্যায় কোন অপশক্তি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে।
সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। ধানের শীষের বিজয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরাণ্বিত করবে।
তিনি আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে এক সংক্ষিপ্ত পথসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, গণতন্ত্র হরণ করে, জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে আইন, বিচার ও শাসন ব্যবস্থাকে কলংকিত করে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিরোধী দল ও মতের টুঁঠি চেপে ধরে তারা নেতাকর্মীদের উপর হামালা, মামলা নির্যাতনের মাধ্যমে স্টীমরুলার চালিয়ে যাচ্ছে। তাই ফ্যাসিষ্ট সরকারের দুর্নীতি ও দু:শসনের বিরুদ্ধে দাঁতাভাঙ্গা জবাব দিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, সংসদীয় গণতন্ত্রের লেবাসে অবৈধ সরকার ক্ষমতাসীন রয়েছে তারা একদিকে দেশে রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে অন্যদিকে অর্থনৈতিক ও সামাজিক নৈরাজ্য কায়েম করেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার কুমানসে জামিনযোগ্য মামলায় অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। আগামী ১৩ জানুয়ারী ধানের শীষের বিজয় ছিনিয়ে এনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নেত্রীর মুক্তির আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল’র সিনিয়র যুগ্মসম্পাদক আলী মর্তুজা খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্মসম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ।
এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগটি চান্দগাঁও পুরাতন থানাস্থ পাঠানিয়া গোদা হতে শুরু করে নাজিরপাড়া, দর্জিপাড়া, সানোয়ারা আবাসিক, বরিশাল কলোনী, হামিদচর,মৌলভী পুকুর পাড়,গাবতল হয়ে সিএন্ডবি মোড় এসে শেষ হয়।
Leave a Reply