পটিয়ায় ৫ ফার্মেসিকে জরিমানা

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ফার্মেসীর লাইসেন্স না থাকার অপরাধে পাঁচ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জরিমানা করা পাঁচ ফার্মেসি হলো- মেসার্স আলী ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা, মেসার্স লাকী ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা, লক্ষী ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা, কাশেম ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা এবং মাওয়া ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ইউএনও বলেন, সকল ফার্মেসি মালিককে বাৎসরিক ড্রাগ লাইসেন্স নবায়ন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করলে জরিমানা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *