রোববার থেকে ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ১৫ ঘণ্টা

আগামীকাল রোববার থেকে ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ ১৫ ঘণ্টা শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাত ১০টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলেন তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে এ কারফিউ রাত ৯টা পর্যন্ত শিথিল থাকবে।

মন্ত্রী বলেন, এখন চলছে শোকের মাস। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদতবরণ করার পর থেকে এটা চলছে।

জামায়াত-বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দল দুটি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। তারা দেশকে অকার্যকর করতে চায়। ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *