ফটিকছড়িতে অবৈধ বালি মহালে অভিযান : উত্তোলনে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ

ফটিকছড়িতে অবৈধ বালি মহালে অভিযান

২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ধর্মপুরে সর্তা খালের অবৈধ বালি মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল ৭ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলমের নেতৃত্বে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমিটির হাট, কুলাল পাড়া ও আন্ধার মানিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

৩টি অবৈধ বালি মহালে ভাম্যমান আদালতের অভিযানে ৪টি জীপ গাড়ি, ২০হাজার ঘনফুট বালি ও বালি উত্তোলনে ব্যবহৃত ১টি মেশিন জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জানে আলম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মঙ্গলবার বিকালে ধর্মপুর ইউনিয়নের সর্তা নদীতে অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে বালি মহাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালি ভর্তি ৪টি জীপ, ১টি বালি তোলার মেশিন, কিছু বালি তোলার ফাইপ ও ২০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে। বালি উত্তোলনের পাইপ গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বালিগুলো স্থানীয় ইউপি সদস্য বজল ও আকাশের জিম্মায় রাখা হয়েছে বলে তিনি জানান।

বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে বালি উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *