সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, একঘন্টা সড়ক অবরোধ

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় এক মহিলাসহ তিনজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টার মধ্যে উপজেলার কুমিরা ও সলিমপুর এলাকায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সলিমপুরস্থ ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের চাপায় এক মহিলা নিহত হয়েছে, এতে তার ৭ বছর বয়সের এক শিশু আহত হয়।
তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী জানান, ঐ মহিলা মানসিক ভারসাম্যহীন। এদিকে কাভার্টভ্যানের চাপায় এক নারী নিহত ও তার ছেলে আহত হওয়ার ঘটনায় এলাকার উত্তেজিত জনসাধারণ ঢাকা-চট্টগ্রাম মাহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে, এতে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা এবং ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে রাত সাড়ে সাতটার সময় উপজেলার কুমিরাস্থ গুল আহমেদ জুট মিলস এলাকায় মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়। কুমিরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে মোহাম্মদ আব্দুল্লাহ ও মেজবা উদ্দিন নামের দুইজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ উপজেলার সলিমপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক হোসেনের পুত্র এবং মেজবার বাড়ি মীরসরাই থানার ডুমখালি গ্রামে।

বার আউলিয়াা হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ফকিরহাট এলাকায় বেপরোয়া একটি কাভার্ডভ্যান দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হয় এবং তার ছেরে আহত হয়। এঘটনায় স্থানীয় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘটনার সুষ্ঠু তদন্তে দোষী চালকের শাস্তির আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ তুলে নেয়। ঘাতক ড্রাইভারকে গাড়ি সহ আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত মহিলার পরিচয় অজ্ঞাত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *