সাবেক এমপি ফজলে করিমের বাগান বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ির পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইউসুফ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন সাবেক সংসদ সদস্যের বাগান বাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ শামসু মিয়ার পুত্র। সে তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

নিহত ইউসুফের পরিবারের দাবী, শনিবার দুপুরে ঘর থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন এলাকায় তার খোঁজ নিয়ে তার হদিশ পাননি। রবিবার সকাল দশটার দিকে বাগানবাড়ির পরিত্যক্ত কক্ষে তার লাশ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের ডান কাধের পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ছোট ভাই মহিউদ্দিন জানান, দীর্ঘ প্রবাস জীবন শেষে ৩/৪ বছর পূর্বে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বাগান বাড়িতে কর্মচারির কাজ নেন মো. ইউসুফ মিয়া। গত ৫-৬ মাস পূর্বে চাকুরী থেকে ইস্তফা দেন তিনি। কয়েকটি এনজিও থেকে ঋণগ্রস্থ ছিলেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে ধারণা নেই কারো।
তার মৃত্যুের পর পরিবারের সদস্যরা আহাজারিতে ফেটে পড়েন।

রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া লাশের ডান কাধের পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *