রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার সিরিয়াল রেপিস্ট মজনুকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত এই অনুমতি দেন।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিতে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার মজনুকে নিয়ে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, মজনু মাদকাসক্ত। তার বাড়ি হাতিয়ায়। এর আগেও ওই একই এলাকায় সে ভিক্ষুক ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেছিল।
Leave a Reply