রাউজানের নোয়াজিষপুরে হাতিজোড়া খাল খনন শুরু

রাউজানের নোয়াজিষপুর খাল খনন শুরু

২৪ ঘন্টা ডট নিউজ। নেজাম উদ্দিন রানা, রাউজান : রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের রাউজান-ফটিকছড়ি সীমান্তবর্তী হাতিজোড়া খাল নিয়ে এতদিন দুর্ভোগের অন্ত ছিলনা কৃষকদের।

রাউজান-ফটিকছড়ি উপজেলা দিয়ে প্রবাহিত এই খালটি এলাকার হাজার হাজার কৃষকের কাছে ‘দুঃখ’ হয়েই ছিল এতদিন। খালের অধিকাংশ স্থানে ভরাট হয়ে যাওয়ায় একদিকে যেমন কৃষিকাজে পানি সংকট দেখা দিয়েছিল অপরদিকে বর্ষা মৌসুমে পানি চলাচল বিঘ্নিত হওয়ায় জলাবদ্ধতা নিয়ে দুর্ভোগের কমতি ছিলনা খালটির আশপাশের এলাকার হাজার হাজার মানুষের।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল খালটি সংস্কারের। অবশেষে এলাকার মানুষের দুর্ভোগ লাগবে এগিয়ে এসেছেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এলাকার মানুষের ভোগান্তি দুর করতে হাতি জোড়া খাল খনন শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কৃষকরা।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাউজান ও ফটিকছড়ি দুই উপজেলার জন্য গুরুত্বপূর্ণ এই খালের খনন কাজ পরিচালনা করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসএস কর্পোরেশন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে খালটি খননে ব্যয় হচ্ছে ২৫ লক্ষ টাকা।

ঠিকাদার নজরুল ইসলাম চৌধুরী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাউজানের সাংসদের উদ্যোগে হাতিজোড়া খালটির খনন কাজ এগিয়ে চলেছে। খালটির খনন কাজ শেষ হলে হাজার হাজার কৃষক এর সুফল ভোগ করবেন। পাশাপাশি বর্ষামৌসুমে এলাকার মানুষ জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *