বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চট্টগ্রামে স্থাপিত ৪টি ক্ষণগণনা যন্ত্র চালু হবে কাল

মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্র

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি শুরু হচ্ছে কাল। 

আগামীকাল ১০ জানুয়ারি শুক্রবার সাড়ম্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে ক্ষণগণনার উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানটি চট্টগ্রামবাসীদের সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

যৌথ আয়োজনে শুক্রবার বেলা ৩ টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে কেন্দ্রীয় অনুষ্ঠানটি প্রদর্শণীর সাথে সাথে চট্টগ্রামে স্থাপিত ৪টি ক্ষণগণনা যন্ত্র চালু করা হবে।

জানা যায়, চসিকের উদ্যোগে নগরে স্থাপিত চারটি ক্ষণগণনা ঘড়ির মধ্যে আন্দরকিল্লাহ পুরাতন নগর ভবনের সামনে ‘এ’ ক্যাটাগরি একটি, সার্কিট হাউজের সামনে, আদালত ভবণ এবং শাহ আমানত সেতু এলাকায় ‘বি’ ক্যাটাগরির তিনটি কাউন্ট ডাউন ক্লক স্থাপন করা হয়েছে।

এছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করার লক্ষে চসিক পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাডস এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস ঐদিন সকাল ১০ টায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *