কুমিল্লা প্রতিনিধি : মহাসড়কের পাশ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম (৫২) সাধন এর লাশ উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
প্রাথমিক ভাবে পরিবারিক সূত্রে জানা যায়, মুরাদনগরের একটি প্রোগ্রামের বিষয়ে স্থানীয় এমপি ও অন্যান্য সিনিয়র নেতাদের সাথে ঢাকায় আলোচনা করতে যান তিনি। সাংগঠনিক আলোচনা শেষে বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট গাড়িতে (ভাড়ায় চালিত) ঢাকা থেকে কুমিল্লা মুরাদনগরের উদ্দেশ্যে রওনা হন।
স্থানীয়দের খবরে দুপুর আনুমানিক ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নিহতের চোখে মুখে গলায় রক্তাক্ত ফোলা একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন মুরাদনগর উপজেলার ভুবনগর গ্রামের মৃতঃ সুলতাম মাহমুদের ছেলে। ঢাকা বনশ্রী এলাকা থেকে ফেরার পথে তার সাথে ২লক্ষাধিক টাকা ছিলো বলেও সূত্রটি জানায়।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম (পিপিএম) বলেন, তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন সার্কেল) মোঃ আবদুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।
এদিকে নিহতের খবর পেয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালে এসে সাধনের লাশের কাছে ভিড় জমায়।
Leave a Reply