পাবলিক প্লেসে ধূমপান ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জরিমানা

পটিয়ায় পাবলিক প্লেসে ধুমপান ও মেয়াদউত্তির্ণ পন্য বিক্রি

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এবং পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ২ ধুমপায়ীকে জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।

আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ এলাকা এবং উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকায় পরিচালিত পৃথক অভিযানের নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বুধপুরা এলাকায় অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে নিমতলী স্টোর এর মালিক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। তাছাড়া পটিয়া উপজেলা পরিষদ এলাকায় পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে মো. সোলাইমান ও তপন দাশকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *