২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক, মোহাম্মদ মামুনুর রশীদ।
ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ করা হবে। ১৭ জানুয়ারি সকাল ১১টা থেকে ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা এবং ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ করা হবে।
তাছাড়া আগামী ২০ জানুয়ারি সকাল ১১টা থেকে ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ২১ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল-৪টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জসীম চৌধুরী সবুজ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল এবং সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস’র কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ শামসুল হক, মুহাম্মদ মোরশেদ আলম, মামুনুর রশীদ।
জানা যায়, নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নির্বাহী পরিষদের একটি সদস্যপদ সহ মোট ৯ (নয়)টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৪শ ৪জন সদস্য নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply