বোয়ালখালীতে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

বোয়ালখারী আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বোয়ালখালীতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আরকান সড়কের আমতল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম মিজানুর রহমান জানান, রাতে নির্বাচনী কার্যালয়ে বসে নৌকার কর্মী সমর্থকরা শুক্রবারের নির্বাচনী প্রচার প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা চলছিল।

এ সময় হঠাৎ ৭-৮টি মোটর সাইকেল নিয়ে কয়েকজন যুবক নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে এবং দ্রুত সটকে পড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

দুর্বৃত্তরা ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে। তারা যাওয়ার সময় বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করে বলে জানান তিনি।বোয়ালখারী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম বলেন, ‘আবুর ওপর হামলা কেন? জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ককটেল হামলার ঘটনায় একটি মোটর সাইকেলও পুড়ে গেছে।

আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঘটনাস্থল থেকে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, দুটি অবস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এছাড়া বিস্ফোরিত ককটেলের কিছু নমুনা দেখা গেছে। আগুনে একটি মোটর সাইকেল পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *