বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে সিআরএফ

আজ ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বর্ণিল অনুষ্ঠানমালার মাধ্যমে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা কার্যক্রমের উদ্বোধন উদযাপন করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল দশটা থেকে এশিয়ান উইম্যান বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাংবাদিক নগরে এ অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত হয়।

আয়োজনে ছিলো আলোচনা সভা,দুপুরের খাবার,আঞ্চলিক গান, লাকি কূপন ও খোয়াবাতি উৎসব। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ২ নং জালালাবাদ ওয়ার্ড এর কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দীন রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) এর সাধারণ সম্পাদাক আলীউর রহমান এর সঞ্চানায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আয়োজক কমিটির আহবায়ক আলমগীর অপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য রুবেল খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) এর যুগ্ন সাধারণ সম্পাদাক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা-সাংবাদিক পঙ্কজ দস্তিদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শহীদুল আলম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সিনিয়র সাংবাদিক হাসান নাসির, যমুনা টিভির ব্যুারো প্রধান জামশেদুল আলম, একুশের পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, বায়ান্ন টিভির ব্যুারো প্রধান সরোয়ার আমিন বাবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শামসুল হুদা মিন্টু, নাগরিক টিভির ব্যুারো প্রধান চৌধুরী লোকমান, ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার আহসান রিটন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম(সিআরএফ) এর সাংগঠনিক সম্পাদক ফারুক আবদুল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *