টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন মিনাবাজার এলাকায় পরিত্যক্ত মৃত এক নবজাতক গত শুক্রবার সকাল ১১টায় পুলিশ উদ্ধার করেছে।
স্থানীয়দের সুত্রে জানাযায়, উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওর্য়াডে’র মিনাবাজার এলাকায় পুকুর পাড়ে আনুমানিক ৬/৭মাসে’র মৃত এক নবজাতক পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টায় পরিত্যক্ত মৃত নবজাতক কে উদ্ধার করার পর। মৃত নবজাতকের বিষয় তাৎক্ষনিক কোন তথ্য না পাওয়ায় পুলিশ মৃত নবজাতকটি স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তি সহ চৌকিদারে জীম্মায় দিয়ে কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এএসআই আরিফুল ইসলাম জানান,আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি ৬/৭ মাসের মৃত এক নবজাতক হোয়াইক্যং ইউনিয়নে’র ৬নং ওর্য়াডে’র মিনাবাজার সংলগ্ন পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।সকাল ১১টায় সঙ্গীয় র্ফোস সহ ঘটনাস্থলে গিয়ে মৃত নবজাতকটি উদ্ধার করি।
তাৎক্ষনিক ভাবে ঘটনার সর্ম্পকে কোন তথ্য না পাওয়ায় সিনিয়র স্যারদের সাথে আলাপ করে স্থানীয় মেম্বার,চৌকিদার ও গন্যমান্য লোকদের জীম্মায় স্থানীয় করবস্থানে দাপনে’র ব্যবস্থা করা হয়েছে। তবে কি কারনে এই ঘটনাটি হয়েছে তা জানার জন্য তদন্ত অব্যহত রেখেছি।
Leave a Reply