চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ এর পক্ষে মিছিল ও গনসংযোগ করেছে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার বিকালে নগরীর ৭ নং ওয়ার্ড রৌফাবাদ ও পাহাড়িকা আবাসিক এলাকায় এ গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর সমর্থক আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিল ও গনসংযোগ পূর্ব এক পথ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সমাজ সেবক আব্দুর রহিম, মোঃ লাল মিয়া, সমাজ সেবক মোঃ শাহজাহান হাজি, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ কোরবান আলী, যুবলীগ নেতা ফারহান, আরমান ।
এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৩ জানুয়ারী নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।
গনসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ সিরাজ, মাসুদ রানা ছাত্রলীগ নেতা মোঃ জুয়েল,শরীফ, আনোয়ার, মহিলা আওয়ামী লীগের সদস্যা খতিজা, নুর জাহান পারভীন রাজিয়া,আসমা, চাম্পা প্রমুখ।
Leave a Reply