এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অস্ত্রসহ আট ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে সিএম‌পির বিশেষ টহল টিম।

আজ মঙ্গলবার সিএম‌পি সূ‌ত্রে বিষয়টি নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দি‌কে ডাকা‌তির প্রস্তু‌তি নেওয়ার সময় তা‌দেরকে গ্রেফতার করা হয়।

সিএমপি সূ‌ত্র জানা‌য়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ টহল ডিউটি করাকালে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে মধ্যরাত দেড়টায় ডাকাত দ‌লের আট সদস্যকে গ্রেফতার করা হয়।

তা‌দের কাছ থে‌কে ২ ছোরা, ডাকা‌তির কা‌জে ব্যবহৃত একটি ব্যাটারিচা‌লিত অ‌টোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লেন, মোঃ আরমান (১৯), মোঃ ইসমাইল হাসান (১৯), মোঃ রাকিবুল হাসান (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মোঃ রিয়াদ হোসেন (১৫), সাব্বির হোসেন (১৬) ও সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)।

পু‌লিশ জানায়, গ্রেফতারকৃতরা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে স্বীকার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *