ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি।প্রবাসীদের কল্যাণে প্রবাসে বিভিন্ন সংগঠন।রয়েছে। সবারই লক্ষ্য উদ্দেশ্য হলো প্রবাসীদের কল্যাণে কাজ করা। ইউএই হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি সব সময় চেষ্টা করে যাচ্ছে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া। যা বিগত দিনেও করে আসছে।
গতকাল দুবাই মুশরিফ পার্কে প্রবাসী হাটহাজারী কল্যাণ সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বাৎসরিক বনভোজন ও মিলন মেলার সভায় বক্তারা একথা বলেন।
প্রবাসে সবাই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করার মন মানসিকতা থাকলেও অনেক সময় কর্মব্যস্ততার কারণে সেই সুযোগ হয়ে উঠে না। তাই বাংলাদেশের জাতীয় পর্যায়ে এক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ হয়ে থাকে। তাই গতকাল দুবাই মুশরিফ পার্কে হাটহাজারী প্রবাসী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আনন্দ মিলনমেলা অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ রুপে ব্যতিক্রম। এটি একটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় দুবাই, সারজা,আজমান,আবুধাবি সহ প্রতিটি প্রদেশ থেকে স্বপরিবারে বিপুল প্রবাসী হাটহাজারী বাসীর উপস্থিতি ছিল অবাক করার মতো। পরিণত হয় অপূর্ব এক মিলনমেলায়। এই যেন মরুর বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।
দেশের ভালোবাসায় প্রবাসী হাটহাজারী বাসীদের একত্রিত করার লক্ষে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজম্মকে দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া ও উৎসাহিত করতে এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত চমৎকার।
সারাদিনের এই অনুষ্ঠানের আয়োজনে ছিল ছোট ছেলেমেয়েদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, কবিতা আবৃতি, কেরাত প্রতিযোগিতা বাংলা সংস্কৃতি ঐতিহ্যের নানারকম খেলাধুলা গান এবং আলোচনা সভা, ফ্রি রাফেল ড্র ও পুরষ্কার বিতরণ।
দেশের ভাবমূর্তি উজ্জ্বলে পার্কের নিয়ম-কানুন মেনে দুপুরে খাবারের ব্যাপক আয়োজন সুশৃঙ্খল ভাবে চমৎকার পরিবেশন নজরকাড়ে পার্কে আসা আরবদেরও।
অনুষ্ঠানে আলোচনা সভায় সমিতির সভাপতি এস এম মহিউদ্দিন বেলাল রনির সভাপতিত্বে ও মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ আজম খান, মীর আহমদ, আনছারুল হক, অনুষ্ঠানের আহবায়ক আহমেদ জসিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ লিটন, সমিতির উপদেষ্টা মাহবুর আলম, আজম সিকদার, মফিজুর রহমান, আবিবুর রহমান, মোহাম্মদ শাহাজাহান, হেলাল চৌধুরী, মহিলা সম্পাদিকা সুরতাজ বেগম লাকি সহ নেতৃবৃন্দ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply