২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে থামছে না মৃত্যুর মিছিল। দিন দিন যেন তা আরো বেড়েই চলেছে। আবারো সড়ক দূর্ঘটনায় তসলিম উদ্দিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়। তাদেরকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
আজ রবিবার (১২ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে উক্ত দুঘর্টনা ঘটে। নিহত তসলিম বাঁশবাড়ীয়া মজিধন পাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়া প্রকাশ বশর ড্রাইভারের পুত্র।
জানা যায়, চট্টগ্রামমুখি লেইনে একটা পিকআপ দাঁড়িয়ে ছিল। আর ওই পিকআপের পিছনে তসলিম চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় চট্টগ্রামমুখি আরেকটি নোহা গাড়ি এসে তসলিমকে সজোরে ধাক্কা দিলে দাড়ানো পিকআপের সাথে বাড়ি খেয়ে সে সড়কের উপরে পড়ে। এতে তসলিমের ডান পা শরীর থেকে বিছিন্ন হয়ে পড়ে।
তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আবদুল্লাহ। তাছাড়া চমেক হাসপাতালের ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদারও জানিয়েছে সড়ক দূর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতলে নিয়ে আসার কিছুক্ষন পর তার মৃত্যু হয়।
Leave a Reply