আইনজীবী সাইফুল হত্যার আসামি রিপন দাস গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুড়া জেলেপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন দাস (২৭) কোতোয়ালীর পাথরঘাটা হরস চন্দ্র লেন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। তিনি চকবাজারে মেডিসিন শপ নামের একটি ফার্মেসিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সাইফুল ইসলাম হত্যার মামলার রিপন দাস নামে আসামিকে কোতোয়ালি, কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *