চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

একাত্তরের মহান বিজয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান। বক্তব্য রাখেন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তাফা নঈম এবং গোলাম মাওলা মুরাদ।

এ সময় বক্তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের চরিত্র ধারণ করে। কিন্তু এ দেশের গণমানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। ২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। যারা এই বিপ্লবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী, ওয়াহিদ জামান মিন্টু, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া আরিফ, ছাত্র সমন্বয়ক চৌধুরী সিয়ামসহ প্রমুখ সাংবাদিক।

এর আগে সকালে চট্টগ্রামের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, সদস্য গোলাম মাওলা মুরাদ, ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন, মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *