শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নোয়াপাড়া পথের হাটের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচখাইন গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের সন্তান শওকত আকবর। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শওকতের মা খতিজা খাতুন, ভাগিনী শাহীন আকতার, শাওন আকতার, শাইদ তালুকদার।

লিখিত অভিযোগে শওকত আকবর অভিযোগ করে বলেন ‘পূর্ব শত্রুতার জের ধরে পাঁচখাইন ৫নম্বর ওয়ার্ডে নাছের উদ্দিন, মো. সাইফুদ্দিন চিহ্নিত সন্ত্রাসী দিয়ে আমাকে (শওকত আকবর), আমার মা, বোন, স্ত্রীকে বিভিন্ন সময় মারধর করা হয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে বাপ্পী শীলের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল জায়গা দখলের চেষ্টা করে পুণরায় হামলা করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এছাড়া প্রতিপক্ষ উল্টো আমাকে ও আমার পরিবারকে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুষ্টু তদন্ত পূর্বক সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *