চট্টগ্রামের পটিয়া থানা কমলমুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার চোলাইমদসহ রত্না দে নামে এক মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে চোলাইমদসহ তাকে আটক করে অধিদপ্তর।
রত্না কচুয়াই ইউনয়নের ৩ নং ওয়ার্ড রজনী বৈদ্যের বাড়ির সুমন দে’র স্ত্রী। রত্না গর্ভবতী হওয়ায় তাকে সাজা না দিয়ে ৬ হাজার টাকা জরিমানা করে মুচলেখা নেওয়া হয়।
মাদকদ্রব্য অধিদপ্তর পরে উপজেলা মাদকদ্রব্য অফিস নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কমলমুন্সির হাট এলাকার একটি বাড়িতে চোলাই মদ বিক্রি হচ্ছে সংবাদ পেয়ে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল পটিয়া। এসময় ৬লিটার চোলাইমদসহ রত্না দেকে হাতে নাতে আটক করে।
পরে তার শারিরীক অবস্থা (গর্ভবতী) বিবেচনা করে সাজা না দিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে একটি মুচলেখা নেয়া হয়।
Leave a Reply