সীতাকুণ্ডের সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণ : তপ্ত লোহায় ঝলসে গেল ৫ শ্রমিক

সীতাকুণ্ডের সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরন তপ্ত লোহায় ঝলসে গেল ৫ শ্রমিক

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বানুরবাজারে সীমা স্টিল মিলে ফের ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার তপ্ত লোহায় ঝলসে ৫ শ্রমিক মারাত্বকভাবে আহত হয়েছে। আহতদের নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় সীমা স্টিল রি-রোলিং মিলে এ দগ্ধের ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে সীতাকুণ্ডের তুলাতলী বিশ্বাস বাড়ীর কেরামত আলী বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (৩৩- ফার্নেস বারিম্যান), খাগড়াছড়ি জেলার দীঘিনালার মনসিংহ ত্রিপুরার ছেলে যতনময় ত্রিপুরা (২২- ফার্নেস হেলপার), পটিয়া রতনপুরের বাসিন্দা আবুল কালামের ছেলে আবু হাছান (২৪- ফার্নেস হেলপার), লক্ষীপুর জেলার রামগঞ্জ রসুলপুর আব্দুল পাটোয়ারি বাড়ির আবুল বাশারের ছেলে মো. বাবুল (৩৪-ফার্নেস হেলপার) ও সীতাকুণ্ডের বানুর বাজারের বাসিন্দা কাশেম (৪০-ফার্নেস হেলপার)।

বিস্ফোরণের খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ও ওসি (তদন্ত) শামীম শেখ কারখানা পরিদর্শন করেন।

জানা যায়, সকালে স্টিল মিলের ফার্ণেসে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ফার্ণেসের ভেতরে থাকা উত্তপ্ত লোহার গলিত শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা ৫ শ্রমিক দগ্ধ হয়।

দুর্ঘটনার পর দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও আবু হাছান এবং আবুল কাশেমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, স্টিল মিলে ফার্ণেস বিস্ফোরণের খবর পেয়ে আমরা কারখানা পরিদর্শন করেছি। লোহা গলানোর কাজ করার সময় ফার্ণেস বিস্ফোরণে গলিত লোহা ছড়িয়ে পড়ায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের দুর্ঘটনার কারণ জানতে সীমা স্টিলের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার একাধিক চেষ্টা করেও সম্ভব হয়নি।

উল্লেখ্য : এর আগে ২০১৭ সালের ১৬ জুলাই সীমা অটো রোলিং মিলস্ (সীমা স্টিল) এ ভয়াবহ বয়লার (ভাটি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

জানাগেছে, আলহাজ্ব মোঃ শফি মালিকানাধীন সীমা অটো রি-রোলিং মিলে এনিয়ে অসংখ্যবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে।

২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিষ্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত দশ শ্রমিক আহত হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *