প্রথম কিস্তির ২৭ কোটি টাকা জমা দিয়েছে রবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিরীক্ষা বাবদ পাওনার প্রথম কিস্তি ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা।

বিটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ কিস্তির প্রথমটি আজ মঙ্গলবার জমা দেয় রবি। গত ৫ জানুয়ারি হাইকোর্ট রবিকে বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন।

এই কিস্তি জমা দেওয়ার ফলে রবির ওপর থেকে সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। ফলে প্রতিষ্ঠানটির বিনিয়োগে আর বাধা থাকছে না।

তবে, অপর মোবাইল অপারেটর গ্রামীণফোনের ওপর নিষেধাজ্ঞা থাকছেই। নিষেধাজ্ঞা তুলতে গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের জন্য বলেন। এ জন্য গ্রামীণফোনের হাতে সময় আছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *