রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাউজান প্রতিনিধি : “পুলিশ সপ্তাহ ২০২০ ” উপলক্ষে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে রাউজান থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারের নিজস্ব অর্থায়নে এলাকার গরিব ও দুস্থদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে ও রাউজান থানার উপ পরিদর্শক সাইমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

অতিথি ছিলেন নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ, আ.লীগ নেতা তফসির আহমেদ বাবুল,জাহাঙ্গীর সিকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সুমন দে, দ. রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, হাফিজ উদ্দিন মেম্বার , সেকান্দর হোসেন মেম্বার, যুবলীগ নেতা নুরুল ইসলাম।

অনুষ্ঠানে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।

ফারাজ করিম চৌধুরী বলেন, কমিউনিটি পুলিশিং জনগণের মাঝে পুলিশের আস্থার সেতুবন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে। সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ তারা নিয়েছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি কাজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *