ওয়ার্নার-ফিঞ্চ ঝড়ে উড়ে গেল ভারত

মুম্বাইয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত। দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের জোড়া শতকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১০ উইকেটের ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি ভারত। ইনিংসের ৫ বল বাকি থাকতেই বিরাট কোহলির দল গুটিয়ে যায় ২৫৫ রানে।

ঘরের মাঠে ভারতের ব্যাটিং লাইনআপ এদিন সুবিধা করতে পারেনি মিচেল স্টার্ক , কেন রিচার্ডসন, প্যাট কামিন্সদের বোলিং তোপে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। এছাড়া আর কেউই অর্ধ-শতক পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি নিজের ইনিংসকে।

অন্যান্যদের মধ্যে লোকেশ রাহুল ৪৭, রিশাভ পান্ট ২৮ ও রবীন্দ্র জাদেজা ২৫ রান করেন।

অজিদের পক্ষে স্টার্ক একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন কেন রিচার্ডসন ও প্যাট কামিন্স।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া কোনো বিপদ ঘটার আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচসেরা ওয়ার্নারের সাথে দুর্দান্ত ব্যাট করতে থাকেন আরেক ওপেনার ও অধিনায়ক ফিঞ্চ। ওয়ার্নের দ্রুতগতির ইনিংসের পাশে থেকে ফিঞ্চ রানের চাকা সচল রাখেন। অস্ট্রেলিয়া জয় পায় সবকটি উইকেট ও ৭৪ বল হাতে রেখেই।

ওয়ার্নার ১১২ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন,হাঁকান ১৭টি চার ও ৩টি ছক্কা। ১৩টি চার ও ২টি ছক্কায় ১১০ বল মোকাবেলা করা ফিঞ্চ করেছেন ১১০ রান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফিঞ্চের দল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ২৫৫ (৪৯.১ ওভার)
ধাওয়ান ৭৪, রাহুল ৪৭
স্টার্ক ৫৬/৩, রিচার্ডসন ৪৩/২

অস্ট্রেলিয়া ২৫৮/০ (৩৭.৪ ওভার)
ওয়ার্নার ১২৮*, ফিঞ্চ ১১০*

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *