রংপুরের তারাগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের বাছুরবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক রুবেলের নাম জানা গেছে। বাকিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রসুন কান্তি দাস জানান, সৈয়দপুর থেকে অ্যাম্বুলেন্সটি রংপুরে যাচ্ছিল। পথে মহাসড়কের বাছুরবান্দা এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী ডিপজল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে দুইজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
Leave a Reply