টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত:অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের টেকনাফ থানাধীন শামলাপুর এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

১৪ জানুয়ারি দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, র‌্যাব -১৫ (সিপিসি-২) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে অভিযানে গেলে মাদক কারবারী চক্রের স্বশস্ত্র সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে অস্ত্র, মাদক এবং ইয়াবাসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তাদের চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

তাদের পকেটে থাকা পরিচয়পত্রের সূত্রধরে জানাযায়, নিহতরা কুতুপালং শরণার্থী ক্যাম্পের হোছাইন শরীফের পুত্র আবুল হাশিম (৩০) এবং শামসুল আলমের পুত্র মোঃ আইয়ুব (২৪) বলে সনাক্ত করা হয়। মৃতদেহ ২টি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

র‌্যাবের পক্ষথেকে সত্যতা নিশ্চিত করে ল একটি বার্তা প্রেরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *