সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ ইমাম নগর বিজয় দিবস ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) বিকালে বেলা ভিউ আবাসিক ক্রিকেট মাঠে উক্ত ফাইনাল খেলা সম্পুর্ণ হয়। ফাইনাল খেলায় রাইজিং স্টার ক্রিকেট একাডেমীকে হারিয়ে সলিমপুর ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়। মাসব্যাপী বিজয় দিবস উক্ত ক্রিকেট লীগে মোট ২০ টি টিম অংশ নেয়।
ইমাম নগর ক্রিকেট ক্লাব এর সভাপতি মোঃ আলমগীর হোসেন মাসুম মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তুহিন মেহেদীর সঞ্চলনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এ গ্রুপের পরিচালক শাহ ইমরান মোঃ আলী চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইফুল মাহমুদ, এস.এম ইকবাল হোসাইন, সলিমপুর আওয়ামীলীগ নেতা মোস্তাকিম, ইউপি সদস্য মঈন উদ্দিন, মোঃ ফরহাদ হোসাইনুল রিপন, সলিমপুর ছাত্রলীগ সেক্রেটারী আশরাফুল রহমান।
Leave a Reply